সোমালিয়া সংবাদ, আরামবাগ: করোনা রোগীর চিকিৎসা করা হচ্ছে এই দাবি করে আরামবাগের এক নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করল স্বাস্থ্যদপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে আরামবাগ জুড়ে। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরের এহেন কর্মকান্ডে নিন্দার ঝড় উঠেছে সমস্ত সামাজিক মাধ্যমে। অনেকে এর মধ্যে রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। জানা গেছে, আরামবাগের সালেপুরের বাসিন্দা পেশায় চিকিৎসক তন্ময় চাটার্জী শ্বাসকষ্ট নিয়ে ছুটে যান আরামবাগের বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দীর কাছে। তিনি বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন। ওই রোগীর আর টি পিসি আর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ওই রোগীর ভর্তির ব্যবস্থা করে দেন ডাঃ নন্দী। হঠাৎ করে সোমবার দুপুরে ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শোকজ করা হয়। এই ঘটনায় আকাশ থেকে পড়ে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাঁরা পরিষ্কার জানিয়ে দেন, করোনা রিপোর্ট নেগেটিভ দেখেই ওই রোগীকে তাঁরা ভর্তি করেছেন। তারপরেও কেন স্বাস্থ্যদপ্তর তাঁদেরকে শোকজ করলেন বুঝতে পারছেন না। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডাঃ অশোক নন্দী। তিনি বলেন, কোন্ রোগীকে ভর্তি করা যায়, আর কোন্ রোগীকে ভর্তি করা যায় না সে সম্পর্কে তাঁদের যথেষ্ট ধারণা রয়েছে। ওই রোগীর রিপোর্ট নেগেটিভ দেখে তবেই ওই রোগীকে ভর্তি করা হয়েছে। একজন চিকিৎসকের কাজ একজন রোগীর প্রাণ বাঁচানো। তিনি তাই করেছেন। এরমধ্যে রাজনৈতিক চক্রান্ত আছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর অভিযোগ, পর্দার আড়ালে থেকে কেউ নোংরা খেলা খেলছে। এর ফলে সাধারণ মানুষের চরম ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যদিকে ওই রোগীর দাদা সিদ্ধেশ্বর চ্যাটার্জী বলেন, অশোকবাবু তাঁর ভাইয়ের প্রাণ বাঁচিয়েছেন। ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমার ভাইয়ের করোনা রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্যদপ্তর কেন এরকম করছে তিনিও বুঝে উঠতে পারছেন না। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বহু বিশিষ্ট ব্যক্তি ডাঃ অশোক নন্দীর পাশে দাঁড়িয়েছেন। তাঁরা অশোকবাবুর ভূমিকার প্রশংসা করেছেন। যে চিকিৎসক গতবার করোনাকালে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে গেছেন, অসংখ্য মানবিক কাজের নজির গড়েছেন তাঁর বিরুদ্ধে এই চক্রান্তে সরব হয়েছেন আরামবাগবাসী। অন্যদিকে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, এটা পুরোপুরি স্বাস্থ্যদপ্তরের ব্যাপার। তাঁরা নিয়ম অনুযায়ী বিষয়টি দেখবেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক