সোমালিয়া সংবাদগোঘাট: এতদিন ধারণা ছিল বেশি ভোট পড়া মানেই সরকারের বিরুদ্ধে জনমতের বহিঃপ্রকাশ। এবারেও বেশিরভাগ কেন্দ্রে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টোটা। এবার মানুষ ভোট দিয়েছেন সরকারের প্রতি কৃতজ্ঞতায় আস্থা জানিয়ে। আরও বেশি করে এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে। এমনটাই জানালেন গোঘাটের বিদায়ী বিধায়ক তথা এবারের নির্বাচনের তৃণমূল প্রার্থী মানস মজুমদার। তিনি বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ পরিষেবা পেয়েছেন তাতে মানুষ আপ্লুত, অভিভূত। আর এবারের নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে। তাই বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর আসনে বসা এখন কেবল সময়ের অপেক্ষা। ৬ এপ্রিল ভোট হওয়ার পর মানসবাবু অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী কর্মসূচিতে অংশ নিয়েছেন। কোভিড বিধি মেনে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তারই মাঝে গণনা নিয়ে সহকর্মীদেরকে সব রকম ভাবে প্রস্তুত করেছেন। তাই ভোট শেষ হলেও ব্যস্ততা কাটেনি। মানসবাবু বলেন, গোঘাটের মানুষও এবার দু’হাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছেন। গোঘাটে এবার ভোট পড়েছে ৮৮ শতাংশ। আর এর বেশিরভাগ ভোটই গেছে আমাদের দল তৃণমূলের ঝুলিতে। তাই এই আসনে তৃণমূল যে বড় ব্যবধানে জয়লাভ করতে চলেছে কোন সন্দেহ নেই। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিজেপির তুলনায় ৮ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিল। এ প্রসঙ্গে মানস মজুমদার বলেন, ওই সময় সাধারণ মানুষের পাশাপাশি তপশিলি সম্প্রদায়ের কিছু মানুষ বিজেপির প্রলোভনে পা দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস যাওয়ার পরই তাঁদের মোহভঙ্গ হয়েছে। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন ইত্যাদি পাওয়ার পর তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাই তাঁরা আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরই আস্থা রেখেছেন। বিশেষ করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার পর মহিলারা এবার বিপুল সংখ্যায় তৃণমূলকে সমর্থন করেছে। এছাড়াও তপশিলি সম্প্রদায় একটা বড় অংশ আবার ফিরে এসেছে। বয়স্ক মানুষরাও চোখের সামনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে উন্নয়নের তফাৎ দেখতে পেয়েছেন। তবে মানসবাবুর মতে, গত লোকসভা নির্বাচনের মতো এবারও সিপিএমের ভোট বিজেপির ঝুলিতে গেছে। কিন্তু তৃণমূল সরকারের ব্যাপক উন্নয়ন সাধারণ ভোটারদের তৃণমূলমুখী করে তুলেছে। গোঘাটের বুকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে একের পর এক উন্নয়ন হয়েছে। চোখের সামনে মানুষ তা দেখতে পেয়েছেন। মানসবাবু বলেন, জয় নিয়ে আমাদের কোনও চিন্তাই নেই। আমরা এখন ভাবছি সাধারণ মানুষকে এই করোনার ঢেউ থেকে কিভাবে বাঁচাবো তাই নিয়ে। কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষকে করোনার ভয়ঙ্কর ছোবল থেকে বাঁচানো যায় সেই সব নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করছি। জয়লাভ করার পর বিজয় মিছিল নয়, মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের এই লড়াই জারি থাকবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক