সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য বিধানসভা নির্বাচনের দীর্ঘমেয়াদী ভোট যুদ্ধের পরিসমাপ্তি ঘটে চলেছে ২ মে। ওইদিনই জানা যাবে নবান্নের চেয়ার কোন দলের দখলে যেতে চলেছে। শাসক তৃণমূল পুনরায় তৃতীয়বারের জন্য ওই চেয়ারের দখল পাবে নাকি সেখানে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে বিজেপি? ত্রিশঙ্কু ফলাফল হলে সংযুক্ত মোর্চার ভূমিকাই বা কি থাকবে? দুই প্রধান শক্তির টানাটানিতে সংযুক্ত মোর্চার কোন নেতা যদি ওই চেয়ারে অধিষ্ঠিত হন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু কে হতে পারেন আগামী মুখ্যমন্ত্রী? তৃণমূল যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসা নিয়ে কোনও সংশয় নেই। কেউ কেউ মনে করছেন যুবরাজ অভিষেক ব্যানার্জীর রাজ্যাভিষেক ঘটলেও ঘটতে পারে। কিন্তু এবারে সে সম্ভাবনা নেই বললেই চলে। যদিও রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আর যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে বিস্তর আলাপ-আলোচনা চলছে। এক্ষেত্রে বিভিন্ন নাম উঠে আসছে। সংখ্যাগরিষ্ঠদের মতে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার। কারণ তিনি গত কয়েক বছর ধরে যেভাবে দলকে শূন্য থেকে ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছেন পুরস্কার তাঁরই প্রাপ্য। আবার কারও কারও মতে, তৃণমূল ছেড়ে আসা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী এই পদের অন্যতম দাবিদার। তিনি যদি নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাতে পারেন তাহলে বিজেপি তাকে মুখ্যমন্ত্রী পদে বসালেও আশ্চর্যের কিছু থাকবে না। তবে দলের অন্য অংশের মতে, সেক্ষেত্রে বিজেপিতে ভাঙ্গন অনিবার্য হয়ে উঠবে। কারণ যাঁরা দলের দীর্ঘদিনের সৈনিক তাঁরা ওই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেবেন না। সেক্ষেত্রে বিজেপির একটা বড় অংশ দল ছেড়ে বেরিয়ে যেতে পারে। আর মুখ্যমন্ত্রী পদে বসা শুভেন্দু অধিকারীর সেখানেই বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও বিজেপি বিধানসভা নির্বাচনে এবার এমন কিছু নেতা-নেত্রীকে প্রার্থী করেছেন যাঁদের অনেকেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। সেই তালিকায় রয়েছেন তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়, চুঁচুড়ার প্রার্থী লকেট চ্যাটার্জি। কেউ কেউ মনে করছেন সাংবাদিক-নেতা স্বপন দাসগুপ্তকে মুখ করেই আগামী পাঁচ বছর রাজ্য শাসন করবে বিজেপি। আবার কেউ কেউ মনে করছেন বোলপুরের প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলী এই পদের অন্যতম দাবিদার। দল তাঁকে নিয়েও ভাবছে। আবার দলের একটা অংশের মতে, এই পদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মত কাউকে বসিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বেলুড় মঠের এক মহারাজ থেকে শুরু করে কামারপুকুরের স্বামী অসীমানন্দের নাম উঠে আসছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, গত কয়েক মাসে স্বামী অসীমানন্দের নিরাপত্তা বেষ্টনী অনেক মজবুত করা হয়েছে। তাই কেউ কেউ মনে করছেন বিজেপি ক্ষমতায় এলে হয়তো স্বামী অসীমানন্দের মতো কাউকে বসিয়ে চমক দিতে পারে। তবে ঘটনা যাই হোক না কেন, ২মে-র পরেই জানা যাবে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি আবার বসছেন নাকি নতুন কোন মুখ দেখা যাবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক