সোমালিয়া সংবাদ, আরামবাগ: যেকোনো নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক সংঘর্ষ এরাজ্যে নিয়মে দাঁড়িয়েছে। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ দেখে এসেছেন রাজ্যবাসী। অর্থাৎ ফলাফল ঘোষণার প্রাকমুহুর্তে বাম ও তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন এলাকায় আতঙ্ক থাকতেন। কারণ যেখানে যে দল শক্তিশালী সেখানে তারা প্রভাব বিস্তার করতে ছাড়ত না। কিন্তু এবার এমন একটা প্রেক্ষিতে বিধানসভা নির্বাচন হচ্ছে যেখানে বামকর্মী-সমর্থকরা এই আতঙ্ক থেকে অনেকটাই মুক্ত। কারণ এবারের নির্বাচনে দুই যুযুধান পক্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে মূলত লড়াই। তাই এই দুই প্রধান দল যে যেখানে শক্তিশালী সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করবে। বামেদের উপর আক্রমণের ঘটনা খুব কমই ঘটবে বলে মনে করছেন বামকর্মী-সমর্থকরা। তাই বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীরা ভোটের ফলাফল নিয়ে অনেকটাই উদ্বিগ্ন থাকলেও বামকর্মীদের মধ্যে সেই দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে না।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক