October 5, 2025

‌মাস্কহীন সবজান্তাদের কাজে লাগানো হোক কোভিড হাসপাতালে

সৈয়দ সিরাজ, আরামবাগ : দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই নিয়ে শুধু এই রাজ্য বা দেশ নয় সারা বিশ্ব তোলপাড়। প্রত্যেকেই নিজের দায়িত্ব অস্বীকার করে অন্যদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে ব‍্যস্ত। কেন্দ্রীয় সরকার দোষ দিচ্ছে রাজ্য সরকারগুলিকে। রাজ্য সরকারগুলি দোষ দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে। আর এই  রাজ্যে তৃণমূল দোষ দিচ্ছে বিজেপিকে, বিজেপি দোষ দিচ্ছে তৃণমূলকে। আর সংযুক্ত মোর্চা নামক তৃতীয় ফ্রন্ট দোষ দিচ্ছে দুই সরকারকেই। রাজ্যের বাসিন্দারাও এখন এই তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। কিন্তু নিজেদের অপদার্থতা প্রকাশ করার মত দুঃসাহস কারও নেই। আর বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় অভিযোগের ঝড় তুলছেন। খোঁজ নিলে দেখা যাবে ওই ঝড় তোলা ব্যক্তিরাই দিনের পর দিন নিজেরা মাস্ক ব্যবহার না করে সারা এলাকা ঘুরে ঘুরে করোনা ভাইরাসকে বাড়তে সাহায্য করেছে। তারা নিজেরাও করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য অন্যতম দায়ী।  সব সময় সোশ্যাল মিডিয়ায় তারা অন্যদেরকে দোষারোপ করে জ্ঞান বিতরন করে চলেছে।  নিজেরা যেন একবারে সবজান্তা। তাদের শরীরে যেন কোনোভাবেই করোনা প্রবেশ করতে পারবে না। তারা মাস্ক  না পরলেও চলবে,  সামাজিক দূরত্ব বজায় না রাখলেও চলবে। তাদেরকে যেন করোনাভাইরাস সংক্রমণ থেকে ছাড় দিয়েছে। আসলে আমাদের সমাজে এই সমস্ত মানুষগুলোই সবচেয়ে বড় অপরাধী। তারা  দুই সরকার বা রাজনৈতিক দলগুলোর থেকেও ভয়ঙ্কর। এই সবজান্তা জনতা  নিজেরা ভিড় করে মিটিং মিছিলে যাবে, মেলায় গিয়ে কব্জি ডুবিয়ে ফুচকা খাবে। তারপর অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে। পুলিশ আবার একটু কিছু বাড়াবাড়ি করলেই তাদের বিরুদ্ধেও তারা বড় বড় ডায়ালগ দিতে ছাড়বে না। তাই সবার আগে উচিত এই সমস্ত সবজান্তাওয়ালা জনগণকে ধরে কোভিড রোগীদের দেখভালের দায়িত্ব দেওয়া। তাহলেই দেশ থেকে দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধ হবে কোন সন্দেহ নেই।

Loading