সোমালিয়া ওয়েব নিউজ: ভোট পরবর্তী হিংসা যেভাবে এলাকায় এলাকায় ছড়িয়ে পড়ছে তা বিশেষ চিন্তার। মানুষের সাথে মানুষের মারামারি ….যেন দানব রাজ্যে বাস করছি আমরা। নিচুতলার সাধারণ কর্মীরা বুঝতে পারছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। প্রত্যেক রাজা নিশ্চিন্তে নিরাপদে আছে। নিরাপত্তা নেই কেবল নিচের তলার সাধারণ কর্মীদের। এ কেমন গণতন্ত্র? আইনি ব্যবস্থা কি কিছুই নেই? চুপ করে বসে আছে জয়ী ও পরাজিত উভয় পক্ষই। নেই দলীয় কর্মীদের উপর কোনও নিয়ন্ত্রণ। যে দল যেখানে ক্ষমতাশালী সে তার ক্ষমতার বহিঃপ্রকাশ দেখাচ্ছে। এলাকায় এলাকায় আতঙ্ক, সন্ত্রাসের পরিবেশ। দিনের বেলাতে সন্ত্রাস তো হচ্ছেই, পর থেকে রাত্রে আরও ভয়ানক আকার নিচ্ছে এই হিংসা হানাহানি। একদিকে এই করোনার আবহাওয়া, তার উপর রাজনৈতিক সন্ত্রাস।মানুষের যেখানে মৌলিক অধিকার নেই সেখানে কিসের গণতন্ত্র? এই গণতন্ত্র রক্ষার দায় কার? মহামান্য আদালত স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করুন। সাধারণ মানুষ আজ ভয়ে স্তম্ভিত।এতগুলি গণমাধ্যম সন্ত্রাস বন্ধের জন্য কোন উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে না কেন? কোথায় গেল সাধারণ মানুষের পাশে থাকা সেই বুদ্ধিজীবীরা? মুখে যতই বলি না কেন গণতন্ত্রের উৎসব, আসলে বাস্তব পরিস্থিতি ভিন্ন। অভিজ্ঞ মহল মনে করছে, খুব দ্রুত স্বতঃপ্রণোদিত হয়ে এলাকায় এলাকায় কারফিউ বা ১৪৪ ধারা জারি করা হোক। না হলে রাজনৈতিক মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে, আর দোসর করোনা তো আছেই।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক