October 6, 2025

সৌজন্য: বিজেপি কর্মীর বাবার বন্ধ করে দেওয়া দোকান খোলালেন তৃণমূল প্রার্থী

সোমালিয়ার সংবাদ, গোঘাট: এক বিজেপি কর্মীর বাবার বন্ধ করে দেওয়া দোকান দাঁড়িয়ে থেকে খোলালেন গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার। এছাড়াও এই ঘটনার জন্য তিনি দলীয় কর্মী ও স্থানীয় নেতাদের রীতিমত ধমক দিলেন। এই ঘটনায় ওই বিজেপি কর্মীর বাবা এবং সাধারণ মানুষ মানসবাবুর ভূমিকায় ভীষণ খুশি। জানা গেছে, ওই দোকানদারের নাম দুলাল চন্দ্র লাহা। কামারপুকুর চটিতে  তাঁর দীর্ঘদিনের একটি মিষ্টির দোকান আছে। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পরেই কিছু তৃণমূল কর্মী তাঁর দোকানে গিয়ে ওই দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়। ফলে তিনি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। পরদিন সকালে আবার দোকান খুলতে গেলে জোর করে তাঁর দোকান বন্ধ করে দেওয়া হয়। এমনকি চড় চাপড় মারা হয় বলেও অভিযোগ। এরপরে আর দুলালবাবু ভয়ে দোকান খোলেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালবাবুর ছেলে কিছুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তাই কিছু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। যদিও দুলালবাবু নিজে বলেন, ছেলে কি করছে জানিনা, তবে আমরা দীর্ঘদিন ধরেই তৃণমূলের কট্টর সমর্থক। এরপর এই বিষয়টি জানতে পারেন গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার। বুধবার তিনি দুলালবাবুকে দোকানে ডেকে পাঠান। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দোকান খোলান। তাঁকে আশ্বস্ত করেন তিনি নিশ্চিন্তে দোকান চালাতে পারেন। কেউ কোন বাধা দিলে মানসবাবুকে জানাতে বলেন। পাশাপাশি এই ঘটনার জন্য মানসবাবু দুলালবাবুর কাছে কাছে ক্ষমা চেয়ে নেন। পাশাপাশি মানসবাবু সেখানে উপস্থিত দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটার কারও কেনা গোলাম নয়। তিনি যে কোন দলকে ভোট দিতেই পারেন। তাই এ ধরনের ঘটনা ঘটানো যাবে না। কোনরকম অশান্তি বরদাশ্ত করা হবে না। এপ্রসঙ্গে মানসবাবু বলেন, সিপিএম এখানে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে। তাই অল্প ব্যবধানে আমাকে হারতে হয়েছে। আর এখন তারাই সবুজ আবির মেখে তৃণমূল সেজে এইসব নোংরা কাজ করছে। তবে আমি পালিয়ে যাবার মানুষ নই। তিনি বলেন, গত পাঁচ বছর সপ্তগ্রাম থেকে গ্রামের বাড়ি ছেড়ে গোঘাটে থেকে রাজনীতি করেছি। সব সময় গোঘাটের মানুষ পাশে পেয়েছেন। এবার আরও জেদ চেপে বসেছে। আমি ঠিক করেছি কামারপুকুরে ভোটার হয়ে এখানে স্থায়ীভাবে থেকে যাব। সাধারণ মানুষের পাশে থেকে আরও বেশি করে কাজ করে যাব। অন্যদিকে মানসবাবুর এই কাজে অত্যন্ত খুশি  দোকানদার দুলাল চন্দ্র লাহা। দুলালবাবু বলেন, মানসবাবু সত্যিই ভাল মানুষ। উনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি সত্যিই অভিভূত। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ।

Loading