সোমালিয়া সংবাদ, গোঘাট: নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গোঘাটে রাজনৈতিক হিংসার বিরাম নেই। বৃহস্পতিবার রাতে গোঘাটের সাওরা বড়বাজার এলাকায় এক তৃণমূল নেতার দোকানে বোমাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার নাম নওসের আলি। তিনি তৃণমূল সংখ্যালঘু সেলের গোঘাট-১ নম্বর ব্লক সাধারণ সম্পাদক। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর একটি স্টেশনারি দোকান আছে। রাত ন’টা নাগাদ তিনি হঠাৎ ওই বোমাবাজির আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের অন্যান্য দোকানদারকে ফোন করে বিষয়টি জানার চেষ্টা করেন। কিন্তু আংশিক লকডাউনের জন্য সকলেই দোকান বন্ধ করে ফিরে গিয়েছিলেন। শুক্রবার সকালে গিয়ে দেখেন তাঁর দোকানেই বোমাবাজি হয়েছে। বেশকিছু ফেটে যাওয়া বোমার টুকরো পড়ে রয়েছে। দোকানের টিনের চাল বেশ কিছুটা উড়ে গেছে। ভিতরে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে, বেশ কিছু জিনিস লুটপাটও করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। নওসেরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি বিষয়টি গোঘাট থানা ও দলের উচ্চ নেতৃত্বকে জানান। এদিন সকালে গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজা ঘটনাস্থলে যান। অন্যদিকে বৃহস্পতিবার রাতে গোঘাটের গোবিন্দপুর থেকে দুই বিজেপি কর্মী সজল রায় ও পিরু পণ্ডিতকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার তারা ওই গ্রামের তৃণমূল কর্মী অভিজিত সাঁতরার বাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁদের পরিবারের লোকেদের মারধর করে। গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজা বলেন, গত ১০ বছর গোঘাটে শান্তি বজায় ছিল। কিন্তু এবার গোঘাটে বিজেপি জয়লাভ করার পর এলাকায় এলাকায় সন্ত্রাস তৈরি করছে। প্রশাসনকে বলেছি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি