October 6, 2025

দলের উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে গোঘাটের বিজেপি নেতার বিস্ফোরক অভিযোগ

সোমালিয়া সংবাদ, গোঘাট: রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসা নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে দায়ী করে বিস্ফোরক ভিডিও বার্তা দিলেন গোঘাটের বিজেপি নেতা শিশির রায়। তিনি গোঘাটের ৩ নম্বর মন্ডল সভাপতি। পাশাপাশি তিনি এদিন গোঘাটের তৃণমূল নেতৃত্বের প্রশংসা করেন। শুক্রবার সকালে তিনি নিজের ফেসবুক ওয়ালে এই ভিডিও বক্তব্য রাখেন। সেখানে তিনি জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি বাড়িছাড়া হয়ে রয়েছেন। তাঁর মত অসংখ্য কার্যকর্তাও এখন বাড়ির বাইরে। কেউ নিজে আক্রান্ত হয়েছেন, কারও বাড়ি আক্রান্ত হয়েছে। শিশির বলেন, আমরা নিচুতলার কর্মীরা কেউ কোন ভুল করিনি। দলের জন্য প্রাণপণ পরিশ্রম করে লড়াই করেছি, দলকে জেতানোর চেষ্টা করেছি। কিন্তু দলের কিছু উর্ধ্বতন নেতা আমাদের পরিশ্রম, আমাদের মেহনতকে বিক্রি করে দিয়েছে। তারা নিজেদের স্বার্থের জন্য আমাদের মেহনতকে জলে ফেলে দিয়েছে। ওরা দশটা করে সিকিউরিটি নিয়ে ঘোরে, আর বড় বড় কথা বলে। স্টেজে উঠে নানা রকম উল্টোপাল্টা কথা বলে। কোথায় কি কথা বলতে হয় সেটাও জানে না। তারা শুধু বলে দিয়ে চলে যায়, আর তার খেসারত দিতে হচ্ছে নিচুতলার কর্মীদের। তিনি বলেন, নিচুতলার কর্মীরা কেউ ভুল করেনি, ভুল করেছে ওই দশটা করে সিকিউরিটি নিয়ে চলা নেতারা। তিনি বলেন, উচ্চ নেতৃত্ব এখন বলছে প্রতিরোধ কর। কিন্তু আমরা কেন প্রতিরোধ করব। আমরা কেস খেয়ে জেলে যাব আর উচ্চনেতৃত্ব বাড়িতে বসে ফায়দা লুটবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমরা আর প্রতিরোধের লড়াইয়ে নেই। আমরা এখন সুস্থ সাধারণ জীবনযাপনে ফিরে যেতে চাই। আমাদেরকে আবার সংগঠন করতে বলা হচ্ছে। আবার ওরা আমাদের সেই মেহনতকে বিক্রি করে দেবে, আর ফায়দা লুটবে। তাই আর নয়, আমাদের মেহনত বিক্রি করে আর খেতে দেব না। তিনি বলেন, আমি নিজেও আবার সুস্থ জীবনযাপনে ফিরে যেতে চাই এবং নিচুতলার কর্মীদেরকেও ফিরিয়ে আনতে চাই। এ ব্যাপারে তিনি তৃণমূল থেকে আসা নেতাদের টিকিট দেওয়া নিয়ে কটাক্ষ করেন। বলেন, ৯০ বছরের বয়স্ক ব্যক্তি যাকে ধরে ধরে তুলতে হচ্ছে তিনিও তৃণমূল থেকে এসে   ভোটের টিকিট পেয়ে গেছেন। অন্যদিকে তিনি এদিন গোঘাটের সদ্য প্রাক্তন বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের প্রশংসা করেন। তিনি বলেন, আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন মানসবাবু। তাঁদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন, দোকান বন্ধ থাকলে খুলে দিচ্ছেন। মানসবাবুর কাছে তিনি অনুরোধ করেন, আক্রান্ত অন্যান্য বিজেপি কর্মীদেরও পাশে দাঁড়িয়ে তাদেরকেও সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার। অন্যদিকে এ বিষয়ে গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার বলেন, আমরা শান্তির নীতিতে বিশ্বাসী। তাই আমরা চাই শিশিরসহ সমস্ত বিজেপি কর্মী বাড়িতে ফিরে আসুক। ওদের আশঙ্কার কোন জায়গা নেই। সমস্যা হলে আমাকে সরাসরি ফোনে জানাক।  কোনও তৃণমূল কর্মী মারধর, জরিমানা বা কোনরকম অশান্তি করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাক। আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব।

Loading