October 6, 2025

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দীঘায় সরাসরি অত্যাধুনিক বাস পরিষেবা, ঘোষণা NBSTC-র

সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। এবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে সরাসরি দীঘায় পৌঁছানো যাবে অত্যাধুনিক বাসে চড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে এই পরিষেবা চালুর ঘোষণা করার পর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) এই পদক্ষেপ নিতে চলেছে বলে সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

NBSTC সূত্রে খবর, অত্যাধুনিক ৪৫ আসনের (ভলভো ৯৬০০) বাসে পরিষেবা মিলবে। প্রতিটি রুটে সপ্তাহে দু’দিন এই বাস চলবে।

বাস চলাচলের দিন ও রুট:

  • কোচবিহার – দীঘা (ভায়া ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা)
  • রায়গঞ্জ – দীঘা (ভায়া মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা)
    → যাত্রা শুরু: ৩০ মে (শুক্রবার)
  • আলিপুরদুয়ার – দীঘা (ভায়া ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা)
  • মালদা – দীঘা (ভায়া বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা)
    → যাত্রা শুরু: ৩১ মে (শনিবার)
  • জলপাইগুড়ি – দীঘা (ভায়া শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা)
    → যাত্রা শুরু: ২৮ মে (বুধবার)
  • শিলিগুড়ি – দীঘা (ভায়া রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা)
    → যাত্রা শুরু: ২৯ মে (বৃহস্পতিবার)

ভাড়া তালিকা (মাথাপিছু):

  • কোচবিহার – দীঘা: ₹২১৬০
  • আলিপুরদুয়ার – দীঘা: ₹২১৫০
  • জলপাইগুড়ি – দীঘা: ₹১৯২০
  • শিলিগুড়ি – দীঘা: ₹১৮০০
  • রায়গঞ্জ – দীঘা: ₹১৩৮০
  • মালদা – দীঘা: ₹১২২০

তবে NBSTC জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত এই ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

এই পরিষেবা শুরু হলে উত্তরবঙ্গ থেকে দীঘায় পর্যটকদের যাত্রা আরও আরামদায়ক ও সময়সাশ্রয়ী হবে বলেই আশা করা হচ্ছে।

Loading