সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গে আত্রেই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের সেচ দপ্তরের ছয়জন ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পাশাপাশি, দপ্তরের উত্তর ডিভিশনের মুখ্য ইঞ্জিনিয়ারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গেছে, শুধু সরকারি আধিকারিকরাই নন, বাঁধ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে কী কারণে এই বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখার জন্য।
উল্লেখ্য, সম্প্রতি প্রবল বর্ষণের জেরে আত্রেই নদীর একটি অংশের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে বহু মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও। ঘটনায় ক্ষোভ ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক