October 5, 2025

আজ রাজা রামমোহন রায়ের জন্মদিন: আধুনিক ভারতের পথপ্রদর্শক

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ২২ মে, রাজা রামমোহন রায়ের জন্মদিন। ১৭৭২ সালে আজকের দিনেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগরে জন্মগ্রহণ করেছিলেন এই মহান সমাজসংস্কারক। তাঁকে ‘ভারতের নবজাগরণের জনক’ ও ‘আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ’ হিসেবে সম্মান করা হয়।

রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কারের এক অগ্রদূত। সতীদাহ প্রথা বিলোপ, নারীশিক্ষার প্রসার, বিধবাবিবাহকে সমর্থন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, এবং যুক্তিবাদী ধর্মচর্চার মাধ্যমে তিনি এক নতুন সামাজিক চিন্তাধারার সূচনা করেন। ইংরেজি শিক্ষা ও বিজ্ঞানচর্চার প্রয়োজনীয়তা তিনি প্রথম উপলব্ধি করেছিলেন। সংবাদপত্র ও প্রকাশনার মাধ্যমেও তিনি সমাজে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা নেন। তিনি ‘আত্মীয় সভা’ এবং পরে ‘ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করে ধর্মীয় সংস্কারের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অগ্রণী হয়ে ওঠেন।

ইংরেজ শাসনের বিরুদ্ধে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো এবং ব্রিটিশদের কাছে ভারতের সাংবিধানিক অধিকারের দাবি তোলার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কাজের প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; তিনি ব্রিটেনেও স্বীকৃত হয়েছিলেন এক বুদ্ধিজীবী ও সংস্কারকেরূপে।

আজকের দিনে রাজ্যজুড়ে ও দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে রাজা রামমোহন রায়কে স্মরণ করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলিতে তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

রাজা রামমোহন রায়ের আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। সমাজের কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Loading