সোমালিয়া ওয়েব নিউজঃ পাকিস্তানে চলমান জলসংকট এক ভয়াবহ রূপ নিচ্ছে, যার এক প্রতিক্রিয়া দেখা গেল করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার শৌচালয়ে জল না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এই পরিস্থিতি তুলে ধরে পাকিস্তানি অভিনেত্রী হিনা বয়াত একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে হিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ ইয়ায়ুম-এ-তকবীর—যে দিনটিকে আমরা পাকিস্তানের গৌরব হিসেবে উদযাপন করি, অথচ করাচি বিমানবন্দরে আমি দাঁড়িয়ে দেখছি, একটি শৌচালয়েও একফোঁটা জল নেই। মানুষ নামাজ পড়তে এসে ওজু করতে পারছে না, শিশুরাও সমস্যায় পড়ছে। এটা অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক।”
এই ভিডিও ছড়িয়ে পড়ে ভারতের সামাজিক মাধ্যমে, যেখানে অনেক ভারতীয় নেটিজেন বিষয়টি নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেন—“পারমাণবিক শক্তিধর দেশ, অথচ জল নেই!”—এমন মন্তব্যও দেখা গেছে।
হিনা বয়াত আরও বলেন, “নতুন প্রকল্প, ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু বেসিক ইনফ্রাস্ট্রাকচারে এই অব্যবস্থা কেন? প্রশাসনের কেউই এর দায় নিতে চায় না।”
এদিকে, পাকিস্তানে যখন জল নিয়ে হাহাকার চলছে, তখন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদী জলবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে পাকিস্তানের জলের ওপর নির্ভরতা আরও সংকটে পড়তে পারে।

More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু