October 5, 2025

অমরনাথ যাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা, ৫৮১ কোম্পানি আধা সামরিক জওয়ান মোতায়েন


তেসরা জুলাই থেকে শুরু বার্ষিক তীর্থযাত্রা, পুণ্যার্থীদের নিরাপত্তায় জোর দিচ্ছে কেন্দ্র

সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি বছরের তেসরা জুলাই থেকে শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করছে কেন্দ্রীয় সরকার। পুণ্যার্থীদের সুষ্ঠু ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৫৮১ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, যাত্রাপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়—বিশেষ করে পহেলগাঁও ও বালটাল রুটে—নাকা চেকিং, নজরদারি ড্রোন, এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থাও করা হবে। সেই সঙ্গে স্থানীয় পুলিশ বাহিনীকেও সহায়তায় রাখা হয়েছে।

এতবড় সংখ্যক বাহিনী মোতায়েনের লক্ষ্য হল সম্ভাব্য সন্ত্রাসবাদী হুমকি রুখে দেওয়া এবং যাত্রীদের নিরবিচারে তীর্থযাত্রা সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করা। প্রতি বছর অমরনাথ যাত্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থী অংশ নেন, ফলে এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি বড় মাত্রার নিরাপত্তা চ্যালেঞ্জও বটে।

Loading