October 6, 2025

অক্সিজেন সরবরাহে গতি আনতে আরামবাগ পুরসভার বিশেষ উদ্যোগ

সোমালিয়া সংবাদ, আরামবাগ: অক্সিজেন সরবরাহে গতি আনতে বিশেষ উদ্যোগ নিল আরামবাগ পুরসভা। এবার আর বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করে আনতে হবে না। আরামবাগেই রিফিলিং-এর ব্যবস্থা করল তারা। পুর প্রশাসক স্বপন নন্দী জানান, এতদিন ছোট ছোট সিলিন্ডারগুলি খালি হলে সেগুলিতে পুনরায় অক্সিজেন ভরার জন্য কলকাতা বা বাইরে  অন্য কোন জায়গায় নিয়ে গিয়ে ভরে আনতে হতো। এই যাতায়াতের ফলে অনেকটা সময় নষ্ট হয়ে যেত। এর ফলে আশঙ্কাজনক রোগীদেরকে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতো। তাই পুরসভা আরামবাগের পল্লীশ্রীতে একটি স্থায়ী রিফিলিং সেন্টার করছে। যতদিন না সেই কাজ শুরু হয় ততদিন পর্যন্ত আরামবাগ পুরসভার কালিপুর স্টেডিয়ামে এই কাজ চলবে। এখান থেকে হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র গুলির পাশাপাশি বিভিন্ন অ্যাম্বুলেন্স মালিকদেরকেও অক্সিজেন সরবরাহ করা হবে। কারণ অনেক সময় অ্যাম্বুলেন্স মালিকরা প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে রোগীদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারছে না। তাই পুরসভা আরামবাগ মহকুমা শাসকের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করছে। সকলে যাতে প্রয়োজনমতো অক্সিজেন রিফিলিং করতে পারে সেজন্য পুরসভার পক্ষ থেকে একটি জরুরীকালীন ফোন নাম্বারও চালু করা হয়েছে।

Loading