October 6, 2025

গ্যাস ট্যাংকারের পিছনে প্রাইভেট গাড়ির ধাক্কা, মৃত তিন বন্ধু

সোমালিয়া সংবাদ, সিঙ্গুর: সিঙ্গুরে এক পথ দূর্ঘটনায় মৃত‍্যু হল ৩ যুবকের। ঘটনায় আহত ১ জনকে গুরুতর অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের খাসের ভেঁড়ি এলাকায় ২নং জাতীয় সড়কের উপর। মৃত ও আহত সবার বাড়ি হাওড়া জেলার লিলুয়া থানার পঞ্চানন তলা এলাকায়। পুলিশ সূত্র জানা গেছে, একটি প্রাইভেট গাড়ি করে লিলুয়ার চার যুবক জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একটি ট‍্যাঙ্কেরর পিছনে গাড়ির ঝাক্কা মারে। ঘটনাস্থলেই দুমড়ে, মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। পুলিশ আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ৩জনকে মৃত বলে ঘোষনা করে। । মৃতরা হলেন প্রদীপ মন্ডল(৩৫), বিকাশ সিং(৩০) ও সন্তু দত্ত(৩৬)।

Loading