October 6, 2025

কোভিড রোগীদের জন্য বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে আরামবাগ পৌরসভা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতেই আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ালো আরামবাগ পুরসভা। আরামবাগ পুরসভা এলাকায় কোভিড আক্রান্ত বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনা খরচে রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হল। শুক্রবার থেকেই সেই পরিষেবা চালু হয়ে গেল। এ বিষয়ে আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, যে সমস্ত পরিবারের সদস্যরা কোভিদ আক্রান্ত হচ্ছেন তাঁদের পক্ষে অনেকেরই বাইরে গিয়ে বাজার হাট করা সম্ভব হচ্ছে না। ফলে বাড়িতে রান্না করার সমস্যায় পড়ছেন। অনেকে বাইরে থেকে অর্ডার দিয়েও খাবার পাচ্ছেন না। তাই তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত আরামবাগ ৩ নম্বর ওয়ার্ডে ভবঘুরে ভবন সংলগ্ন এলাকায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে নটা মধ্যে কোভিড আক্রান্ত  পরিবারের সদস্যরা পুরসভার দেওয়া তিনটি নম্বরে ফোন করে খাবারের অর্ডার দিতে পারবেন। এই খাবারের জন্য কোনরকম টাকা পয়সা লাগবে না।  সম্পূর্ণ বিনা খরচে পুরসভার পক্ষ থেকে গাড়িতে করে আক্রান্তদের পরিবারের দরজায় প্যাকেট করা ওই খাবার পৌঁছে দেওয়া হবে। দরজার সামনে গিয়ে পুরসভার প্রতিনিধিরা বাঁশি বাজিয়ে ওই পরিবারকে খাবার নেওয়ার জন্য আহ্বান জানাবেন। শুক্রবার পুরপ্রশাসক স্বপন নন্দী নিজেই পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার পৌঁছে দেন। এদিন ভাতের সঙ্গে আলু-পটল ও গাজর দিয়ে তরকারি ছাড়াও ছিল ডিমের ঝোল। এদিন কোভিড আক্রান্ত ১২টি পরিবারের প্রায় ৪০ জনকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে কোভিড আক্রান্ত এক পরিবারের সদস্য খাবার সংগ্রহ করার সময় বলেন, আমাদের পরিবারের সকলেই কোভিড আক্রান্ত। তাই বাইরে বেরিয়ে দোকান বাজার করা সম্ভব হচ্ছিল না। বাড়িতে খাবার পৌঁছে দেয় এমন কয়েকটি সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছিলাম। কিন্তু তারাও রাজি হয়নি। তাই পুরসভার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে কোভিড আক্রান্ত পরিবারগুলি ভীষণ ভাবে উপকৃত হবে সন্দেহ নেই।

Loading