সোমালিয়া সংবাদ, আরামবাগ: অক্সিজেনের কালোবাজারি রুখতে বড়সড় উদ্যোগ নিল আরামবাগ মহকুমা প্রশাসন। মহকুমার যে সমস্ত জায়গা থেকে অক্সিজেন সরবরাহ করা হয় সেখানে অতর্কিতে হানা দিলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। শনিবার দুপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বৈরাগীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আরামবাগ শহরের বেশ কয়েকটি অক্সিজেন সরবরাহ কেন্দ্রে হানা দেয়। ওই প্রতিনিধি দলের সদস্যরা অক্সিজেন সরবরাহ কেন্দ্রের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন। অক্সিজেন কেনার বিল এবং বিক্রির দামের মধ্যে কোন ত্রুটি আছে কিনা তা দেখেন। এছাড়াও খাতায় নথিভুক্ত করা অক্সিজেন সিলিন্ডার এবং বিক্রিত সিলিন্ডারের তথ্য মিলিয়ে দেখেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বৈরাগী জানান, বেশ কিছু ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট মূল্যের থেকে বেশি দামে বিক্রি করা হয়েছে। তাই বেশকিছু নথিপত্র আটক করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও একটি অক্সিজেন সরবরাহ কেন্দ্রের কর্মী মৃন্ময় অধিকারী জানান, যেখান থেকে অক্সিজেন কেনা হয় সেখানকার জিএসটি বিল না পৌঁছানোয় সবকিছু নথিপত্র তৈরি করা যায়নি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আরামবাগ মহকুমায় অক্সিজেন নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছিল। এমনকি সেই অভিযোগ আরামবাগ মহকুমা শাসকের কাছেও পৌঁছয়। এরপরেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এদিন অক্সিজেন সরবরাহ কেন্দ্রগুলিতে অতর্কিতে অভিযান চালানো হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি