October 6, 2025

লকডাউন সফল করতে রাস্তায় লাঠি হাতে পুলিশ, কড়া পদক্ষেপ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে

সোমালিয়া সংবাদ, আরামবাগ: করোনা প্রতিরোধে রাজ্যজুড়ে জারি হওয়া সরকারি নির্দেশিকাকে কার্যকর করতে দিনভর নজরদারি চালালো আরামবাগ মহকুমা পুলিশ। মহকুমার চারটি থানা এলাকাতেই আরামবাগ এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী রবিবার সকাল থেকেই পথে নামে। এছাড়াও ছিলেন আরামবাগ মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দোকান, বাজার, অফিস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান সরকারি নির্দেশিকা ঠিকমত পালন করছে কিনা তা খতিয়ে দেখেন তাঁরা। পথচলতি যানবাহন থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও রাস্তার ধারে বা দোকানের সামনে অযথা কেউ ঘোরাঘুরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। জরুরী পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনগুলিকে আটক করা হয়। আরামবাগ বাসস্ট্যান্ড, কামারপুকুর চটিতে বিশেষ চেকিং-এর ব্যবস্থা করা হয়। নিয়ম না মানার অভিযোগে এদিন বেশ কয়েকজনকে আটক করা হয়। এ বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, সরকারি নির্দেশিকা কার্যকর করতে সকাল থেকেই পুলিশ পথে নেমেছে। প্রথম দিন কারও কারও বিষয়গুলি বুঝতে একটু অসুবিধা হয়েছিল। তাও বেশিরভাগ মানুষই এই নির্দেশিকা মেনে চলেছেন। রাস্তায় বের হলে সঠিক কাগজপত্র আছে কিনা তাও খতিয়ে দেখা  হচ্ছে। 

Loading