October 5, 2025

৩৭টি স্কুলের মধ্যে জেলা পুলিশের নজরে সেরা রামনগর অতুল বিদ্যালয়

সোমালিয়া ওয়েব নিউজঃ হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট মাইন্ড অফ হুগলি’ কুইজ প্রতিযোগিতায় নজর কাড়ল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। আরামবাগ মহকুমার মোট ৩৭টি বিদ্যালয়কে পিছনে ফেলে এই বিদ্যালয় জেলার চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

রবিবার, ২৯শে জুন, আরামবাগের রবীন্দ্র ভবনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে আরামবাগ মহকুমা থেকে আটটি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়। দক্ষতার সাথে কুইজ পরিচালনা করেন বিশিষ্ট ব্যক্তিত্ব রাজীব সান্যাল।

চ্যাম্পিয়ন রামনগর অতুল বিদ্যালয়ের পাশাপাশি দ্বিতীয় স্থান অর্জন করে গোঘাট থানার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। এই দুই বিদ্যালয় আগামী ১২ই জুলাই চুঁচুড়ার রবীন্দ্রভবনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে আরামবাগ মহকুমার প্রতিনিধিত্ব করবে।

বিদ্যালয়ের এই সাফল্যে খুশি প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য বলেন, “এই ফলাফল বিদ্যালয়ের জন্য গর্বের। আশা করি গ্র্যান্ড ফিনালেতেও আমাদের ছাত্র-ছাত্রীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আমরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ, তারা এমন একটি জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, মহিলা থানার আইসি, হুগলি ডিএসপি (ট্রাফিক), ট্রাফিক ওসি-সহ জেলা ও মহকুমার বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই উদ্যোগের প্রশংসা করছেন জেলার বিভিন্ন মহল। প্রত্যাশা করা হচ্ছে, এই ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আগামী প্রজন্মকে আরও মেধাবী করে তুলবে।

Loading