সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ২৯শে জুন, শ্রদ্ধার সঙ্গে পালিত হল শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং আইনজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবস। ব্রিটিশ ভারতবর্ষে ‘বাংলার বাঘ’ নামে খ্যাত এই কিংবদন্তির জন্ম ১৮৬৪ সালের ২৯শে জুন কলকাতায়। তাঁর অবদানে আজও বাংলা তথা ভারতের শিক্ষাক্ষেত্র গর্ব অনুভব করে।
স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শ্রেষ্ঠ উপাচার্য। তাঁর প্রশাসনিক দক্ষতা, দূরদর্শিতা ও অকুতোভয় মনোভাব তাঁকে একটি পৃথক উচ্চতায় পৌঁছে দেয়। তিনি উচ্চশিক্ষার প্রসারে যেমন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তেমনই বিজ্ঞান ও শিল্পশিক্ষার প্রসারে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত, পদার্থবিজ্ঞান, সাহিত্য, আইন—বিভিন্ন বিষয়ে পারদর্শিতা দেখিয়ে এক নজির স্থাপন করেন।
আজ তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপাচার্য, প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীবৃন্দ। স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাঁর অবদানের স্মরণে বলেন, “যদি আশুতোষ না থাকতেন, তবে আধুনিক বাংলা শিক্ষা এতদূর এগোতে পারত না।”
একইসঙ্গে শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রেও আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তাঁর জীবনদর্শন, সাহসিকতা ও আত্মবিশ্বাস আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকুক—এই আশা রেখেই আজ তাঁকে স্মরণ করা হল।

More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ