করোনা প্রতিরোধে রাজ্য সরকার একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে। জরুরি প্রয়োজনে কেউ বাইক নিয়ে বাইরে বের হলে অবশ্যই কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। পাশাপাশি সবসময়ের জন্য রয়েছে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ। আরামবাগ মহকুমাজুড়ে তাই নিয়মিত ট্রাফিক পুলিশদের উপস্থিতিতে পথ নিরাপত্তা নিয়ে অভিযান চলছে। বুধবার ট্রাফিক আইন না মেনেই বাইক নিয়ে বাইরে বের হওয়ার অভিযোগে কয়েকজন বাইক চালককে অভিনব শাস্তি দিল ট্রাফিক পুলিশ। বেশ কিছুটা পথ বাইক না চালিয়ে পায়ে হেঁটে বাইক টেনে টেনে নিয়ে যেতে বাধ্য করানো হল। জানা গেছে, এদিন সকাল থেকেই আরামবাগ শহরের বসন্তপুর মোড়ে বাইক চেকিং করছিল ট্রাফিক পুলিশ। তখনই দেখা যায় বেশ কয়েকজন বাইক চালক হেলমেট না পরে বাইরে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ তাদেরকে আটকায়। তাদেরকে জানিয়ে দেওয়া হয় শাস্তিস্বরূপ ওই জায়গা থেকে কয়েক শ মিটার দূরে নেতাজি মোড় পর্যন্ত ওই বাইক টেনে নিয়ে যেতে হবে। সেই নির্দেশ মতো ওই বাইক চালকরা বাইক টানতে টানতে নিয়ে যায়। এদিন বেশ কয়েকবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ ধরনের শাস্তি দেওয়া হয়। উল্লেখ্য, পথদুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশ নিয়মিত আরামবাগ শহরে বাইক চেকিং করে থাকে। হেলমেট ও গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হয়। অপরাধের গুরুত্ব অনুযায়ী কোন কোন বাইক চালককে জরিমানাও করা হয়। কিন্তু এভাবে বাইক টানতে টানতে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এদিনই প্রথম। এদিকে স্বাভাবিকভাবেই ওই সময় রাস্তার দু’দিকে থাকা মানুষজন এই দৃশ্য উপভোগ করেন। অন্যদিকে ট্রাফিক পুলিশের বক্তব্য, প্রতিনিয়ত গাড়ি চালকদের সচেতন করা হচ্ছে। তবুও ওদের হুঁশ ফিরছে না। বারবার দুর্ঘটনা ঘটছে। প্রতিদিনই দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটছে। এমনকি কখনও কখনও মৃত্যুও হচ্ছে। তাই যাতে ওরা নিজেদের ব্যাপারে সচেতন হয়, এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি