সোমালিয়া সংবাদ, আরামবাগ: করোনা সংক্রমণ প্রতিরোধ করতে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। এছাড়াও দিনের বেশিরভাগ সময়ই বন্ধ দোকানপাট। আর এর ফলে চরম সমস্যায় পড়েছে রাস্তার ধারে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করা ভবঘুরেরা। তাদের মধ্যে কেউ মানসিক ভারসাম্যহীন, আবার কেউ বা চলচ্ছক্তিহীন। এরা নিয়মিত রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা বিভিন্ন দোকানের সামনে থেকে খাবার খেয়ে পেট ভরাতো। কিন্তু সেই সুযোগ এখন নেই। ফলে তাদেরকে এখন অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হচ্ছে। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। তিনি এই সমস্ত ভবঘুরেদের জন্য রান্না করা খাবার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পৌঁছে দিলেন। স্বপনবাবু জানান, পুরসভার পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। যাতে খাবারের অভাবে ওই সমস্ত মানুষদের অনাহারে থাকতে না হয় তাই এই উদ্যোগ। এদিন আরামবাগ বাসস্ট্যান্ড, আরামবাগ রেলস্টেশন, আরামবাগ বিডিও অফিস চত্বর সহ বিভিন্ন এলাকায় তিনি রান্না করা খাবার নিয়ে গিয়ে ভবঘুরেদের হাতে তুলে দেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভুক্ত অবস্থায় থাকা পথ কুকুরদের মুখেও খাবার তুলে দেন। সঙ্গে ছিলেন পুরসভার অন্যান্য কর্মীরা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি