সোমালিয়া সংবাদআরামবাগ: নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাইকে চড়ে যাওয়ার পথে নাকা চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশের খপ্পরে পড়তে হল প্রেমিক-প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের পল্লীশ্রীতে। দু’জনকেই নিয়ে যাওয়া হয় আরামবাগ থানায়। খবর দেওয়া হয় দু’জনের পরিবারের লোকেদের। জানা গেছে, প্রেমিকের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার মাজপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বয়স নাকি এখনও ২১ বছর পূর্ণ হতে কয়েক মাস বাকি আছে। যদিও প্রেমিকার বয়স ১৮ পার হয়েছে। তার বাড়ি গোঘাট থানা এলাকায়। সে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তার মাসি বাড়ি ওই ছেলেটির গ্রামেতেই। সেই সূত্রেই আড়াই বছর আগে ওদের পরিচয়। তারপর ভালবাসা। ছেলেটি জানায়, দু’জনেরই চাষি পরিবার। দুই পরিবারের লোকই তাদের ভালোবাসার কথা জানে। কিন্তু ছেলের পরিবারের লোক এই বিয়ে মেনে নিলেও মেয়েদের পরিবারের মত ছিল না। কারণ ছেলেদের জমি জায়গা বেশি নেই। যদিও সে একটি ব্যাংকের অস্থায়ী কর্মী। অন্যদিকে মেয়েটির বিয়ের জন্য চেষ্টা করছিল তার পরিবারের লোক। তাই তারা নিজেরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ইচ্ছে ছিল এদিনই কোথাও বিয়ে সেরে নেবে। তাই প্রেমিক বাইক নিয়ে এদিন সকালে প্রেমিকাকে তুলে নিয়ে চলে আসে। সঙ্গে ছিল প্রেমিকের কয়েকজন বন্ধু। কিন্তু আরামবাগের পল্লীশ্রীতে চলছিল ট্রাফিক চেকিং। সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের বাইরে বের হওয়ায় ট্রাফিক পুলিশ তাদের থামায়। দু’জনের মাথায় হেলমেট থাকলেও বাইরে বের হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পুলিশ তাদের আটকায়। তখনই কথা বলতে বলতে ট্রাফিক পুলিশ তাদের পালিয়ে বিয়ে করার বিষয়টি জানতে পারে। এরপরেই দু’জনের বাড়িতে খবর দেয়। তাদের দু’জনকে আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, দুই পরিবারের লোক থানায় পৌঁছলে তাদের হাতে দু’জনকে তুলে দেওয়া হয়। পাশাপাশি বিয়ের জন্য প্রেমিককে ২১ বছর পর্যন্ত অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি