সোমালিয়া সংবাদ, গোঘাট: কোভিড নিয়ে প্রশাসনিক নির্দেশিকায় চরম সমস্যার মধ্যে পড়েছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরেরা। তাদের কেউ মানসিকভাবে অসুস্থ, আবার কেউবা শারীরিকভাবে। কিন্তু তারা বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, দোকানের সামনে পরিত্যক্ত খাবার খেয়ে জীবন ধারণ করে থাকে। কিন্তু বর্তমানে কোভিড বিধি-নিষেধের জেরে ট্রেন, যাত্রীবাহী বাস এমনকি দোকানপাট দিনের বেশিরভাগ সময় বন্ধ। ফলে ওইসব ভবঘুরেদের বেশিরভাগকেই না খেয়ে থাকতে হচ্ছে। কেউ বা পুরোপুরি অনাহারে আবার কেউবা অর্ধাহারে দিন কাটাচ্ছে। আর তাই তাদের পাশে দাঁড়ালো গোঘাট থানার পুলিশ। শনিবার থেকে এই সমস্ত ভবঘুরেদের জন্য রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হল। এদিন গোঘাট থানার হাজিপুর, কামারপুকুর, বকুলতলা ইত্যাদি এলাকায় ঘুরে বেড়ানো ভবঘুরেদের খুঁজে খুঁজে সেই খাবার তাদের কাছে পৌঁছানো হয়। এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গোঘাট থানার ওসি অনিল রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও অন্যান্য পুলিশকর্মীরা। এদিনের খাবারের মেনুতে ছিল ভাত, ডিমের ঝোল, সবজি ইত্যাদি। এছাড়াও তার আগে তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। এ প্রসঙ্গে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই সমস্ত মানুষজন ভালভাবে খেতে পাাচ্ছ না। তাই যতদিন বাস-ট্রেন দোকানপাট বন্ধ থাকবে ততদিন এই ভাবে আমরা ভবঘুরেদের খুঁজে খুঁজে খাবার পৌঁছে দেব।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি