October 5, 2025

“ট্রাম্পকে সামলানোর মন্ত্র আমার জানা”— মোদিকে পরামর্শ দিতে চান নেতানিয়াহু, ইচ্ছা ভারতে আসারও

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের আবহে এবার বিশেষ মন্তব্য করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামলানোর ‘গোপন মন্ত্র’ তিনি জানেন এবং সেই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে চান।

সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার প্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, “ট্রাম্প এবং মোদি— দু’জনেই আমার খুব ভালো বন্ধু। তাই মার্কিন প্রেসিডেন্টকে কীভাবে বাগে আনতে হয়, তা আমি জানি। সেই বিষয়ে মোদিকে গোপনে কিছু বলার আছে আমার।

এই মন্তব্য থেকেই জল্পনা তৈরি হয়েছে— তবে কি শীঘ্রই ভারত সফরে আসছেন নেতানিয়াহু? এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে, কারণ তিনি নিজেই ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

নেতানিয়াহু মনে করেন, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি বলেন, “নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে হলে দুই দেশেরই উচিত শুল্ক সমস্যা দ্রুত সমাধান করে ফেলা। এতে শুধু ভারত-আমেরিকা নয়, ইজরায়েলও উপকৃত হবে, কারণ দু’দেশই ইজরায়েলের ঘনিষ্ঠ বন্ধু।”

সাক্ষাৎকারে নেতানিয়াহু স্মরণ করেন ভারতের সামরিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়— অপারেশন সিঁদুর। তিনি জানান, সেই সময় ইজরায়েল ভারতকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল, যা পূর্ণ সফল প্রমাণিত হয়েছে। তাঁর মন্তব্য, “সেই সহযোগিতা ইজরায়েল-ভারত সম্পর্কের ওপর আস্থার দৃষ্টান্ত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য কূটনৈতিক বার্তা বহন করে। একদিকে যেমন তিনি মার্কিন প্রশাসনের উপর প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন, অন্যদিকে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করে কৌশলগতভাবে ভারত-ইজরায়েল সম্পর্কের গুরুত্বও তুলে ধরলেন।

Loading