October 5, 2025

দশম সফল উড়ান সম্পন্ন করল স্পেসএক্স-এর স্টারশিপ, নাসার চন্দ্রাভিযানে নতুন আশা

সোমালিয়া ওয়েব নিউজঃ এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স তাদের বহুল আলোচিত স্টারশিপ রকেটের দশম উড়ান সফলভাবে সম্পন্ন করল। টেক্সাসের স্টারবেস থেকে হওয়া এই উৎক্ষেপণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মহাকাশ বিজ্ঞানী মহল।

বিশ্বের প্রথম সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট হিসেবে স্টারশিপ ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। প্রতিটি সফল পরীক্ষার সঙ্গে এর প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা আরও স্পষ্ট হচ্ছে। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, পুনর্ব্যবহারযোগ্য রকেট মহাকাশ ভ্রমণের খরচ কমাবে এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানে এক নতুন দিগন্ত খুলে দেবে।

নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে আর্টেমিস-থ্রি চন্দ্রাভিযানে স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর মাধ্যমে মানুষকে আবারও চাঁদে নিয়ে যাওয়া হবে। তাই স্পেসএক্সের প্রতিটি উড়ান নাসার কাছে অত্যন্ত মূল্যবান তথ্যের যোগান দিচ্ছে।

এলন মাস্ক এক টুইট বার্তায় জানান, “আজকের সাফল্য শুধু স্পেসএক্স নয়, মানব সভ্যতার মহাকাশ অভিযানের পথে আরেকটি বড় পদক্ষেপ।”

বিশেষজ্ঞদের ধারণা, যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে আগামী কয়েক বছরের মধ্যেই স্টারশিপ চাঁদ ছাড়াও মঙ্গল গ্রহে অভিযানের পথ সুগম করতে পারে।

Loading