সোমালিয়া ওয়েব নিউজঃ গোঘাট এক নম্বর ব্লকের রতনপুর মৌজায় রামধনু দিঘিতে গতকাল থেকে শুরু হয়েছে ছিপ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। বড়সড় এই প্রতিযোগিতায় আশেপাশের গ্রাম তো বটেই, দূর-দূরান্ত থেকেও এসেছেন দক্ষ ছিপুরেরা।
প্রতিটি মাচার জন্য ডাক হয়েছে ৪ হাজার টাকা। তাই অংশগ্রহণকারীরা নিজের নিজের ছিপ নিয়ে বসে পড়েছেন দিঘির পাড়ে। শুধু ছিপ থাকলেই হবে না—প্রতিযোগীদের জানাতে হয় কোন মাছের জন্য কেমন চারা তৈরি করতে হবে, কোন টোপে মাছ বেশি টানে। প্রতিযোগিতায় তাই দক্ষতা আর ধৈর্যের পরীক্ষা সমানভাবে চলছে।
হারাধন মল্লিক একজন প্রতিযোগীর কথায়, “ছিপ দিয়ে মাছ ধরা শুধুই শখ নয়, এটা একটা নেশা। বাড়ির নানা কাজের চাপ থাকলেও এখানে এলে মন ভাল হয়ে যায়।”
নির্মল নামে আরেকজন যোগ করলেন, “মাছ ধরার মজাটাই আলাদা। প্রতিটি মুহূর্ত উত্তেজনা থাকে, কখন ছিপ কেঁপে উঠবে!”
অন্য এক প্রতিযোগী গণেশ সাঁতরা জানালেন, “চারা বানানো আর টোপ তৈরি করাটাই সবচেয়ে কঠিন কাজ। সঠিকভাবে না হলে মাছ ওঠেই না, ১ ৮ -১ ৯ বছর এই ভাবে চারা তৈরিতে অভিজ্ঞতা আছে।”
রতনপুরের রামধনু দিঘির তীরে তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত চলছে রোমাঞ্চকর মাছ ধরার আসর। দর্শকরাও ভিড় জমাচ্ছেন প্রতিযোগিতা দেখতে। গ্রামের এই প্রাচীন বিনোদন আজও সমানভাবে জনপ্রিয়।

![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য