October 5, 2025

ছয় বছর পর ফের বাংলার ক্রিকেট প্রশাসনে সৌরভ গাঙ্গুলি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB সভাপতি নির্বাচিত

সোমালিয়া ওয়েব নিউজঃভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলি দীর্ঘ ছয় বছর পর ফের বাংলার ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন করলেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত CAB সভাপতির দায়িত্ব সামলেছিলেন সৌরভ। সেই সময় তাঁর নেতৃত্বে বাংলার ক্রিকেটে পরিকাঠামোগত উন্নয়ন, জুনিয়র স্তরের প্রতিভা বিকাশ এবং আইপিএলের আয়োজন সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গুরুত্ব পেয়েছিল। পরবর্তীতে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-র সভাপতি পদে গিয়ে জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পালন করেন তিনি।

CAB’র এই সিদ্ধান্তে বাংলার ক্রিকেট মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রশাসনিক নেতৃত্বে ফের ‘দাদা’-র আগমনে আগামী দিনে বাংলার ক্রিকেট আরও শক্ত ভিতের উপর দাঁড়াবে বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে প্রতিভা ধরে রাখা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

একজন প্রাক্তন ভারতীয় অধিনায়ক হিসেবে মাঠের ভেতরে যেমন নেতৃত্বগুণ দেখিয়েছেন, তেমনি প্রশাসক হিসেবেও সেই দক্ষতার পরিচয় দেওয়ার প্রত্যাশা করছে সমর্থক ও ক্রিকেট মহল।

Loading