October 5, 2025

টাকিতে ইছামতীর বুকে বিসর্জন: বিএসএফ–বিজিবির ফ্ল্যাগ মিটিং সম্পন্ন

ভারত–বাংলাদেশ সীমান্তে দুই দেশের প্রশাসনের সমন্বয়

সোমালিয়া ওয়েব নিউজঃ দশমীতে ইছামতী নদীর বুকে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বিসর্জন। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এই ঐতিহ্যবাহী বিসর্জন উৎসবকে ঘিরে গতকাল নদীর মাঝখানে একটি লঞ্চে বসে অনুষ্ঠিত হলো বিএসএফ (ভারতের সীমান্তরক্ষী বাহিনী) ও বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড)-এর ফ্ল্যাগ মিটিং।

বৈঠকে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, প্রশাসনিক আধিকারিক এবং বিএসএফের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকেও বিজিবি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা যোগ দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৈঠকে বিসর্জন উপলক্ষে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের বাহিনী নদীর দুই তীরজুড়ে কড়া নজরদারির পাশাপাশি নদীর মাঝখানে ভাসমান বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নৌ-পাহারা ও ড্রোন নজরদারির পরিকল্পনাও রয়েছে।

প্রতি বছরই টাকি ও বাংলাদেশের সাতক্ষীরা–খুলনা অঞ্চলের হাজার হাজার মানুষ ইছামতীর দুই তীর থেকে বিসর্জন দর্শনে ভিড় করেন। সীমান্ত পারস্পরিক সহযোগিতার এই চিত্র কেবল উৎসবকেই নয়, দুই দেশের সৌহার্দ্যকেও প্রতিফলিত করে। স্থানীয় মানুষদের মতে, “ইছামতীর বিসর্জন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দুই বাংলার মেলবন্ধনের প্রতীক।”

Loading