December 1, 2025

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে নিন্দা রাজ্যপালের

ঘটনায় আরও দুই গ্রেফতার, মোট ধৃত পাঁচ

সোমালিয়া ওয়েব নিউজঃ দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার উপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যপাল ডক্টর সি. ভি. আনন্দ বোস

এক বিবৃতিতে রাজ্যপাল বলেন, “যে সমাজে নারীকে শক্তিরূপে পুজো করা হয়, সেখানে এমন জঘন্য ঘটনা সমাজের অন্ধকার দিককেই সামনে আনে। সামাজিক চেতনার দিক থেকে আমরা কোন পথে এগোচ্ছি, তা ভেবে দেখার সময় এসেছে।”

এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ আজ আরও দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে — স্থানীয় বাসিন্দা শেখ সফিকুলসাদ্দাম ওরফে শেখ নাসিরুদ্দিন। তাঁদেরকে আজ দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ন’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এর আগে গতকাল ধৃত অপু বাউড়ি, ফিরদৌস শেখ এবং শেখ রেজাউদ্দিনের দশদিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছিল। ফলে এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, পাশাপাশি শহরজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

Loading