October 5, 2025

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন চালু বৈদ্যবাটিতে

সোমালিয়া ওয়েব নিউজ: করোনা কালে আক্রান্ত ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে মা ক্যান্টিনের মাধ্যমে ডিম ভাত তুলে দেবে বৈদ্যবাটি পুরসভা। রবিবার পুরসভা প্রাঙ্গনে ক্যান্টিনের সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে চাঁপদানীর বিধায়ক তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক অরিন্দম গুই বলেন,মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকতেই এই উদ্যোগ।মাত্র ৫ টাকায় আগাম কূপন নিলেই মিলবে রান্না করা খাওয়ার।প্রতিদিন ২৫০ জন মানুষ কে এই পরিষেবা দেওয়ার দাবি করেন বিধায়ক।

Loading