সোমালিয়া ওয়েব নিউজ: করোনা কালে আক্রান্ত ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে মা ক্যান্টিনের মাধ্যমে ডিম ভাত তুলে দেবে বৈদ্যবাটি পুরসভা। রবিবার পুরসভা প্রাঙ্গনে ক্যান্টিনের সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে চাঁপদানীর বিধায়ক তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক অরিন্দম গুই বলেন,মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকতেই এই উদ্যোগ।মাত্র ৫ টাকায় আগাম কূপন নিলেই মিলবে রান্না করা খাওয়ার।প্রতিদিন ২৫০ জন মানুষ কে এই পরিষেবা দেওয়ার দাবি করেন বিধায়ক।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি