October 5, 2025

দুঃস্থ মানুষদের খাদ্যবস্তু প্রদান

সোমালিয়া ওয়েব নিউজ: সকাল থেকে দুর্যোগ এর মাঝেও রাজ্য সরকারের আধিকারী বিভাগ এর শ্রীরামপুর উত্তরপাড়া শাখার পক্ষ থেকে এই মহামারীর আবহে এবং দুর্যোগকালে গরীব দুস্থ মানুষের হাতে কিছু খাদ্যবস্তু তুলে দেওয়া হল। এদিন সকালে শ্রীরামপুরে প্লায় ৬০০ জন দুস্থ মানুষের হাতে চাল ডাল আলু, সোয়াবিন সহ বিভিন্ন রকম খাদ্যবস্তুর প্যাকেট তুলে দেয়া হয়। এ ব্যাপারে বলতে গিয়ে উত্তরপাড়া এক্সাইড সার্কেলের হেডক্লার্ক অম্লান সাহা জানালেন আমরা নিজেরা আমাদের সাধ্যমত এই সমস্ত দুঃস্থ মানুষদের হাতে কিছু খাদ্যবস্তু তুলে দিতে পেরে খুবই আনন্দিত এবং এর আগেও আমরা প্রায় ১০০ জন মানুষের হাতে সাহায্য তুলে দিয়েছি এবং আগামী দিনেও আমাদের লক্ষ্য থাকবে এই অতিমারীর সময়কালে যাতে গরিব, আর্ত মানুষদের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাই করবো।

Loading