সোমালিয়া ওয়েব নিউজঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যুৎ বিল বাবদ রাজ্যের তরফে প্রতি মাসে ৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়নি। সেইসব ক্ষেত্রে সংযোগ স্থাপনের এককালীন খরচ বহন করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা বা জেলা প্রশাসন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংযোগ সম্পূর্ণ হওয়ার পর ‘পোষণ ট্র্যাকার অ্যাপ’-এ কেন্দ্রভিত্তিক তথ্য আপলোড করা হলে রাজ্য সরকার ওই কেন্দ্রের বিদ্যুৎ বিল বাবদ মাসিক ৫০০ টাকার আর্থিক সহায়তা দেবে।
দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “অঙ্গনওয়াড়ি পরিষেবার মানোন্নয়ন ও ডিজিটাল রেকর্ডিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিদ্যুৎ সংযোগ অত্যন্ত প্রয়োজনীয়। শিশুখাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য পরিসেবা ও তথ্য আপলোডের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য।”
তবে গ্রামীণ এলাকায় এখনও বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী ঘর ,পানীয় জল, বাথরুম না থাকায় প্রশাসনের কাছে চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে সংযোগ সম্পূর্ণ করার বিষয়টি। দপ্তর জানিয়েছে, প্রতিটি কেন্দ্রকে দ্রুত অবকাঠামোগতভাবে প্রস্তুত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের এই পদক্ষেপে বিশেষজ্ঞ মহলের আশা, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হলে পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার পরিসেবাগুলি আরও উন্নত হবে এবং পোষণ অভিযান কার্যক্রম বাস্তবে আরও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে।
উল্লেখযোগ্য দিক:
লক্ষ্য— অঙ্গনওয়াড়ি পরিষেবার ডিজিটাল পরিসর ও শিশু-পুষ্টি সেবায় গতি আনা।
প্রতিটি কেন্দ্রকে মাসিক ₹৫০০ করে বিদ্যুৎ বিল অনুদান।
বিদ্যুৎ সংযোগের এককালীন খরচ বহন করবে স্থানীয় প্রশাসন।
‘পোষণ ট্র্যাকার অ্যাপ’-এ তথ্য আপলোডের পর অর্থ ছাড়।

![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা