December 1, 2025

আজ ধনতেরাস — সমৃদ্ধির আহ্বানে সোনার ঝলক দেশজুড়ে

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী। সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে সমৃদ্ধি ও সৌভাগ্যের এই উৎসব। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ মেতে উঠেছেন শুভ কেনাকাটায়।

“ধনতেরাস” শব্দের অর্থ হলো “সম্পদ এবং ত্রয়োদশী”। “ধন” মানে সম্পদ, এবং “তেরাস” শব্দটি সংস্কৃত শব্দ “ত্রয়োদশী” থেকে এসেছে, যার অর্থ চান্দ্র পঞ্জিকার ত্রয়োদশ দিন। এই উৎসবটি দীপাবলি উৎসবের প্রথম দিন এবং এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। 

লোকবিশ্বাস অনুযায়ী, এই দিনে সোনা, রূপো বা ধাতুর সামগ্রী ক্রয় করলে তা অক্ষয় হয়— অর্থাৎ সেই সম্পদ কখনও কমে না, বরং বৃদ্ধি পায়। কথিত আছে, এই দিনে ধনসম্পদের দেবতা কুবের ও দেবী লক্ষ্মী পৃথিবীতে আগমন করেন এবং তাঁদের আশীর্বাদেই গৃহে আসে ঐশ্বর্য ও সৌভাগ্য।

এই উপলক্ষে বহু গৃহস্থের বাড়িতে আজ লক্ষ্মী ও কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে পূজা-আর্চা, প্রদীপ প্রজ্বলন ও মঙ্গলগান।

বাজারেও আজ দেখা গিয়েছে বিশেষ ভিড়। সোনার দাম চড়া থাকলেও উৎসবের আমেজে তা তেমন প্রভাব ফেলেনি ক্রেতাদের মনে। গয়না ও ধাতুর দোকানগুলিতে সারাদিন জুড়ে ভিড় লেগেই ছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন, ধনতেরাস উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ করতে বিশেষ ছাড় ও অফার দেওয়া হয়েছে।

এই ধনতেরাসের মাধ্যমেই শুরু হয়েছে দীপাবলীর উৎসবপর্ব। আগামী কয়েক দিন ধরে দেশজুড়ে চলবে আলোর উৎসব, আনন্দ ও ভক্তির আবহ।

Loading