সোমালিয়া ওয়েব নিউজ: বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নতুন অফিসের শুভ সূচনা হলো আজ , বিধানসভা ভোটে জয়লাভ করার পর থেকে টানা মানুষের সেবায় কাজ করে চলেছেন তারকেশ্বর এর ভূমিপুত্র বিধায়ক রামেন্দু সিংহ রায় ,যদিও এতদিন পাকাপাকিভাবে তার কোন অফিস তৈরি হয়নি ,আজ তারকেশ্বর বাস স্ট্যান্ড এলাকার কল্যাণী আবাসনে বিধায়কের নতুন অফিসের শুভ সূচনা হলো ,এদিনের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে তারকেশ্বর বিধানসভার সমস্ত পঞ্চায়েত ,পৌরসভা প্রধান উপ প্রধান, কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত হয়েছিলেন , ফিতে কেটে অফিসের শুভ উদ্বোধন করেন বিধায়ক রামেন্দু সিংহরায়,নিজের চেয়ারে বসে বলেন এখানে ছাড়াও চাঁপাডাঙ্গা, বালিগোড়িতেও অফিস তৈরি করা হবে, তারকেশ্বর ব্লক টাউন এর জন্য মোট তিনটি অফিস তৈরি করা হবে এবং ভান্ডারহাটিতেও একটি অফিস করা হবে ,আজ বাস স্ট্যান্ড এলাকায় নতুন অফিস উদ্বোধন করা হলো এখানে প্রতি রবিবার সকাল সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত এবং মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে ,মানুষ তার অভাব অভিযোগ নিয়ে আমার কাছে আসতে পারবেন, এছাড়াও প্রতিদিন সকালে সাতটা থেকে নটা পর্যন্ত আমার বাড়ির দরজা সব মানুষের জন্য খোলা থাকছে ,পাশাপাশি তিনি বলেন আমাদের সরকার জনমুখী, তারকেশ্বর গ্রামীণ হাসপাতালকে আগামী দিনে স্টেট জেনারেল হসপিটাল করার পরিকল্পনা আছে ,তারকেশ্বর শহরের ড্রেনেজ ব্যবস্থা কে উন্নত থেকে উন্নততর করার চিন্তাভাবনা আছে এর পাশাপাশি একটি স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম হল করার চিন্তাভাবনা রেখেছেন অর্থাৎ মানুষের কাজে লাগে এমন প্রকল্পের কাজ তিনি করে যাবেন বলে জানান ,অফিস উদ্বোধন করে নিজের চেয়ারে বসার পর বিভিন্ন সংগঠন থেকে শুভেচ্ছা পাওয়ার পাশাপাশি তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি