October 6, 2025

উচ্চমাধ্যমিকের আগেই মাধ্যমিকের ফল, মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে ২০ জুলাই

সোমালিয়া ওয়েব নিউজ, কলকাতা: প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়ে দিল মাধ্যমিক ২০২১ এর ফলাফল ঘোষিত  হবে ২০ জুলাই সকাল ৯টায়।  বেলা ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে রেজাল্ট। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দিল পর্ষদ। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল, তাও এদিন জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোভিড মহামারীর জন্য এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি। ফলে পড়ুয়ারা অ্যাডমিট কার্ডও পায়নি। তাই এবার পড়ুয়াদের ফল জানতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে। রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে স্কুল থেকে মার্কশিট নেওয়া যাবে। মঙ্গলবার থেকে স্কুলেই পাওয়া যাবে মার্কশিট। ফল ঘোষণার পর স্কুলে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট। তবে এবার মেধা তালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

নিচের ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট

www.wbbse.wb.gov.in
https://wbresults.nic.in
www.exametic.com ইত‍্যাদি।

এছাড়া www.exametic.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও ফোননম্বর আগেভাগে রেজিস্ট্রার করতে হবে। তাহলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে। এছাড়া ‘Madhyamik Result 2021’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখলে সরাসরি ফল দেখা যাবে। উল্লেখ্য, ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। তা আগেই জানিয়ে দিয়েছিল শিক্ষাদপ্তর। এ প্রসঙ্গে উল্লেখ্য, দেশজুড়ে মহামারীর কারণে অন্যান্য রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার মতই এ রাজ‍্যেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। কিন্তু পড়ুয়াদের যথাযথ মূল্যায়নের বিকল্প পথের প্রয়োজন ছিল। তাই নবম শ্রেণির পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর অন্তর্বর্তী মূল্যায়নের উপর ভিত্তি করে এবার মাধ্যমিকের রেজাল্ট তৈরি হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে ২২ জুলাই।

Loading