October 6, 2025

২১ জুলাই বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আজ বুধবার একুশে জুলাই রাজ্যজুড়ে শহিদ শ্রদ্ধাঞ্জলি পালন করবে বিজেপি। মঙ্গলবার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার দৌলতপুর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ। এদিনের এই সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ কারক ও সুশান্ত ঘোষ ছাড়াও বিজেপি নেতা অলোক দোলুই ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের সাংবাদিক সম্মেলনে বিমানবাবু রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির দলীয় নেতাকর্মীদের ওপর লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ তোলেন।  তিনি বলেন, সারা রাজ্যে বিধানসভা ভোটের আগে ও পরে ইতিমধ্যেই ১৮৩ জন বিজেপির কার্যকর্তাকে খুন করা হয়েছে। এছাড়াও নারীদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। অনেকেই নিজেদের জীবন ও সম্মানের কথা ভেবে অভিযোগ জানাতে পারেননি। প্রয়াত ওইসব কার্যকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই একুশে জুলাই বিজেপি শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে।  ভার্চুয়াল এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রতিটি জেলা, মন্ডল ও বুথস্তরের কার্যালয়ে ভার্চুয়ালভাবে এই কর্মসূচি সম্প্রচার করা হবে বলেও জানান বিমানবাবু।

Loading