সোমালিয়া সংবাদ, খানাকুল: তিন দিন পরেও খানাকুলে বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। এখনও একইভাবে রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলের স্রোত গ্রামের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। তার ওপর বুধবার দিনভর বৃষ্টি বানভাসিদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। আবারও নদীগুলিতে জল বাড়লে সমস্যার শেষ থাকবে না। খানাকুলের দুটি ব্লকে রাস্তাঘাট থেকে বাড়ি সমস্ত কিছুই এখন জলমগ্ন। যান চলাচলও পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে। প্রশাসন ও তৃণমূলের পক্ষ থেকে ত্রাণ শিবিরগুলিতে খাদ্য সরবরাহ করা হচ্ছে। খানাকুল দু’নম্বর ব্লকের নতিবপুর গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ রক্তিম চট্টোপাধ্যায় জানান, জল পেরিয়ে মানুষ এখন পরিষেবার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যেতে পারছে না। তাই আশা কর্মীরা এখন বাড়ি বাড়ি গিয়ে মানুষের অসুস্থতার খোঁজ খবর রাখছেন। এদিন মন্ত্রী রত্না দে নাগ গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি মেহেবুব রহমান, কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার প্রমুখ। অন্যদিকে এদিন সকালে খানাকুলের কাকনান কালিতলা এলাকায় বন্যার জলে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়া যায়। বয়স আনুমানিক ৪৫ বছর। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি