October 5, 2025

ধান্যঘোড়ী এলাকায় আরামবাগ পুরসভার পক্ষ থেকে করা হয় একটি মেডিকেল ক্যাম্প

সোমালিয়া ওয়েব নিউজ: খানাকুলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিন্তু রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি  আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ একাধিক জায়গায় বাঁধ ভাঙা থাকায় বৃষ্টির সমস্ত জল নদীর মধ্য দিয়ে খানাকুলের বিভিন্ন  গ্রামকে নতুন করে প্লাবিত করবে। এদিন বন্যা বিধ্বস্ত ধান্যঘোড়ী এলাকায় আরামবাগ পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের নিয়ে গিয়ে একটি মেডিকেল ক্যাম্প করা হয়। উপস্থিত ছিলেন পুর প্রশাসক স্বপন নন্দী। এছাড়া এদিন আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভি ওই এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে প্রশাসনের পাশাপাশি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আরামবাগ-গড়েরঘাট রুটের আরামবাগ থেকে জগদীশতলা পর্যন্ত বাস চলাচল শুরু হয়েছে।

Loading