October 6, 2025

জলবন্দী মানুষের কাছে ত্রাতা পুলিশ

 সোমালিয়া সংবাদ, খানাকুল: তিন দিন ধরে খানাকুলের মানুষ জলবন্দী রূপনারায়ন ও দ্বারকেশ্বরের একাধিক জায়গায় বাঁধ ভেঙে হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের বাড়িতে অসহায়ভাবে আটকে পড়েছেন। বহু বাড়ি ভেঙে পড়েছে। হেলে আছে অনেক বাড়িই। ওইসব বাড়িতেও বহু বাসিন্দা আটকে পড়েছিলেন। বিভিন্ন জায়গায় ফোন করে তাঁরা প্রাণ বাঁচানোর জন্য করুণ আর্তি জানিয়েছিলেন। সেই খবর পৌছতেই খানাকুল থানার ওসি সুমন কুন্ডুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। কখনও দেখা যায় তাঁরা প্রবল জলস্রোতের মধ্য দিয়ে নৌকা নিয়ে এগিয়ে চলেছেন, আবার কখনও নৌকার সঙ্গে বাড়িতে দড়ি বেঁধে একের পর এক বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছেন। কোথাও নেতৃত্ব দিচ্ছেন ওসি নিজেই আবার কোথাও দেখা যাচ্ছে সাহসী পুলিশ অফিসার শেখ মোহম্মদ শাহজাহানকে। কখনও পাইপ বেয়ে ছাদে উঠে পড়ে তাঁদেরকে উদ্ধার করে আনছেন। জলবন্দী মানুষদের কাছে তখন এই সব পুলিশ কর্মীরা ঈশ্বরের দূত হয়ে হাজির হয়েছিলেন। এমনটাই জানালেন উদ্ধার হওয়া মানুষজন। ধান‍্যঘোড়ীর সাউ পাড়ায় আটকে  পড়েছিলেন রূপচাঁদ সাউয়ের পরিবার। ফোনে খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশকর্মীরা। একে একে পরিবারের বৃদ্ধ থেকে শিশু সকলকেই উদ্ধার করেন। শুধু তাই নয়, বিভিন্ন দুর্গত এলাকায় তাঁরা প্রয়োজনীয় খাবার ও পানীয় জলও পৌঁছে দিলেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খানাকুলবাসীর পাশাপাশি সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। আর খানাকুলে উপস্থিত থেকে পুরো ঘটনার মনিটরিং করেছেন হুগলি অ্যাডিশনাল এসপি শিবপ্রসাদ পাত্র, মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল।

Loading