October 5, 2025

দুই ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

সোমালিয়া ওয়েব নিউজ: রবিবার সকালে ঢিল ছোঁড়া দূরত্বের তফাতে দুই ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাট দু’নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের সামন্তখণ্ড গ্রামে। ওই দুই ভাইয়ের নাম শ্রীকৃষ্ণ রুইদাস (২২) ও কৌশিক রুইদাস(১৯)। দু’জনেই ট্রাক্টর চালিয়ে সংসার চালাতো। বাড়িতে মা মিতা রুইদাস ছাড়াও বড় ভাই শ্রীকৃষ্ণের স্ত্রী ও তাঁর ছ’মাসের এক বাচ্চা রয়েছে। বাবার দিলীপ রুইদাস বছর তিনেক আগে বাড়ির পাশে আমগাছে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার  ট্রাক্টর চালাতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটি হয়। রাত ন’টা নাগাদ ছোট ভাই কৌশিক বাড়ি ফিরে মায়ের কাছে ঝগড়ার কথা জানায়। তারপর না খেয়েই বাইরে বেরিয়ে যায়। দাদা শ্রীকৃষ্ণ বাড়িতে ফিরে না খেয়েই শুয়ে পড়ে। তার স্ত্রী বাপের বাড়িতে ছিল। রবিবার সকালে মা মিতাদেবীই দেখেন বাড়ির সামনে বটগাছে ছোট ছেলের নিথর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে ছুটে গিয়ে বড় ছেলেকে ডাকতে যান। দেখেন ঘরের মধ্যে কাঠের কাঠামোতে বড় ছেলেরও নিথর দেহ ঝুলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোঘাট থানার পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক অনুমান, রাতে  বাড়ি ফিরে ছোট ভাই হয়তো দাদার ঝুলন্ত দেখতে পেয়েছিল। তারপর আবার বাইরে বেরিয়ে নিজেও আত্মহত্যা করে।

Loading