সোমালিয়া ওয়েব নিউজ: স্বপ্ন দেখেছিল ভালোবেসে বিয়ে করে সুখের ঘর বাঁধবে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই স্বপ্ন আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। জানতে পারে যাকে এতদিন ভালোবেসেছিল সেই স্বপ্নের মানুষ বিবাহিত। এমনকি তার দুই সন্তান রয়েছে। আর তারপরেই দু’জনের মধ্যে শুরু হয় অশান্তি। কেন নিজের স্ত্রী- সন্তানদের কথা গোপন করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ঠকিয়েছে সেই প্রশ্ন তোলে প্রেমিকা। আর তখনই তাকে ‘মরে যাওয়ার’ জন্য প্ররোচিত করত বলে ওই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ। এরপরই গত স্বাধীনতা দিবসের দিন আত্মহত্যা করার জন্য বিষ খায় গোঘাটের সাওড়া গ্রামের সেখপাড়ার আয়েষা খাতুন(১৭)। সে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তারা তিন বোন ও এক ভাই। বাবা আতাতুল হক পেশায় চাষি। অন্যদিকে অভিযুক্ত প্রেমিকের নাম নাসারুল হক। বাড়ি গোঘাটের আমডোবা গ্রামে।আয়েষা প্রায় দু’সপ্তাহ ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে আয়েষা তার জবানবন্দিতে জানিয়ে যায় নাসারুলের প্রতারণার জন্যই সে বিষ খেয়েছে। সেই-ই তাকে মরে যাওয়ার জন্য প্ররোচিত করেছে। এমনকি পুলিশের কাছে গিয়েও কোন কাজ হবে না বলে ভয় দেখিয়ে ছিল। পুলিশকে টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে নেবে বলেও নাকি জানিয়েছিল ওই প্রেমিক। এরপরই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আয়েষা। ক্ষোভে, অপমানে, লজ্জায় সে বিষ খায়।এদিকে আয়েষার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই এলাকায় একদিকে শোকের ছায়া নেমে আসে, অন্যদিকে ওই যুবকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দেয়। কিন্তু ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সে গা ঢাকা দিয়েছে বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনায় আয়েষার কাকা আইনাল হক গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জানা গেছে, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি