October 6, 2025

কুড়িজনের চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন আরামবাগ SDPO

সোমালিয়া সংবাদ, আরামবাগ: বুধবার রাজ্যজুড়ে পালিত হল ‘পুলিশ ডে’। আর এই বিশেষ দিনে কুড়ি জনের হাতে তাঁদের চুরি যাওয়া বা হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল। উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ। আরামবাগ এসডিপিও অফিসে ওই মোবাইলগুলি তাঁদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।  জানা গেছে, এই কুড়ি জনের মধ্যে সতের জনই আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজে অভিযোগ জানিয়েছিলেন। বাকি তিনজন আরামবাগ থানায় গিয়ে অভিযোগ করেছিলেন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজ। সেখানে কেউ অভিযোগ জানালে দ্রুত তার কিনারা করা হচ্ছে। বিশেষ করে মোবাইল বা বাইক চুরির ক্ষেত্রে এই সামাজিক মাধ্যমের কার্যকারিতা অনেক বেশি করে টের পাচ্ছেন সাধারণ মানুষ। সেখানে অভিযোগের পরই আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বিশেষ উদ্যোগ নিয়ে হারানো বা চুরি যাওয়া বাইক বা মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে তাদের মালিকের হাতে ফিরিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এদিনও মোবাইল ফোন ফিরে পেয়ে আরামবাগ এসডিপিও ও আরামবাগ থানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন  মোবাইলের মালিকরা। অন্যদিকে এদিন পুলিশ ডে উপলক্ষে গোঘাট থানা এলাকায় এক র‍্যালি বের করে। পুরশুড়া ও খানাকুল থানার পক্ষ থেকেও দিনটি বিশেষ ভাবে পালন করা হয়।

Loading