সোমালিয়া ওয়েব নিউজ: জানা যায়নি পরিচয়। ফলে খোঁজ মেলেনি পরিবার-পরিজনদের। আর তাই দিন দিন মর্গে পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আট-দশটি পচা-গলা মৃতদেহ। অতিষ্ঠ হয়ে উঠছেন সেখানে যাতায়াতকারী মানুষজন। এমনকি আশেপাশের এলাকা থেকেও দুর্গন্ধ টের পাওয়া যাচ্ছে। এমনটাই ভয়াবহ অবস্থা আরামবাগ মহকুমা হাসপাতালের মর্গের। জানা গেছে, গত প্রায় এক মাস ধরেই এই অবস্থা চলছে। পরিচয়হীন ওই মৃতদেহগুলি ছাড়াও প্রতিদিন তিন-চারটে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সেখানে পৌঁছাচ্ছে। কোন কোনদিন তা বেড়ে সাত-আটটিও হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন মর্গের কর্মীরা। জানা গেছে, আরামবাগ মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহ সংরক্ষণের জন্য ছ’টি ফ্রিজিং ড্রয়ার রয়েছে। কিন্তু তার মধ্যে বর্তমানে তিনটি বিকল অবস্থায় পড়ে রয়েছে। বাকি তিনটিতেই কাজ চালাতে হচ্ছে। তাই তাতে করে আর যাই হোক আট-দশটি মৃতদেহ সংরক্ষণ কোনোভাবেই সম্ভব নয়। ফলে যা হবার তাই হচ্ছে। পচে-গলে ওই সমস্ত মৃতদেহ দুর্গন্ধে বাতাস ভরাচ্ছে। কাজ করতে চরম অসুবিধায় পড়ছেন মর্গের কর্মীরা। আগে আরামবাগের চাঁদুর সংলগ্ন দ্বারকেশ্বর নদের চরে ওই সমস্ত মৃতদেহ সমাধিস্থ করা হতো। কিন্তু সেই এলাকায় ধীরে ধীরে বসতি বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না। তাই মর্গের মধ্যেই মৃতদেহগুলি পড়ে রয়েছে। ফলে নিয়মিত ময়নাতদন্তের কাজ মর্গের বাইরে রাস্তার উপরেই সারতে হচ্ছে। এ বিষয়ে মর্গের কর্মীরা আরামবাগ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ, আরামবাগ থানা এবং আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়েও বিষয়টি জানিয়েছেন। কিন্তু তারপরেও কোন সুরাহা হয়নি। এর ফলে ময়নাতদন্তের জন্য আসা মৃতের পরিবার পরিজনকে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। তাঁরা এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, অবিলম্বে ওই সমস্ত পরিচয়হীন মৃতদেহগুলি সমাধিস্থ করার ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল জানান, খুব তাড়াতাড়ি একটি জয়েন্ট কমিটি তৈরি করে মৃতদেহগুলি সমাধিস্থ করার ব্যবস্থা করা হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি