সোমালিয়া সংবাদ, গোঘাট: প্রাণ হাতে করে আফগানিস্তান থেকে ফিরেছেন নদীয়ার তাহেরপুরের যুবক সুপ্রিয় ধর। শনিবার গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানালেন। সুপ্রিয়বাবু ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী প্রতিমা ধর, মেয়ে অস্মি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সুপ্রিয়বাবু জানান, ৬ বছর আগে তিনি ভারতে হোটেল ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করে কাতারে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিতে যোগ দিয়েছিলেন। সেখানে এক বছর থাকার পর ৫ বছর আগে কাবুলে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দেন। সেই থেকে গত পাঁচ বছর আফগানিস্তানেই কাটিয়েছেন। গত ডিসেম্বর মাসে বাড়িতে এসেছিলেন। জানুয়ারি মাসের শেষের দিকে আবার কাবুলে ফিরে গিয়েছিলেন। কিন্তু তালিবানরা কাবুল দখল করার পর থেকেই তাঁদের জীবন সংশয় দেখা দেয়। এরপর সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথমে কাতার পরে দিল্লি-কলকাতা হয়ে ২৩ আগস্ট বাড়িতে ফেরেন। তিনি জানান, কাবুলের পরিস্থিতি খুবই ভয়ংকর। তালিবানদের অত্যাচার ভাষায় প্রকাশ করা যাবে না। কাবুল বিমানবন্দরে দু-তিনদিন ধরে না খেয়ে পড়েছিল এক-দু বছরের বাচ্চারা পর্যন্ত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে কাবুল ছেড়ে কাতারে পৌঁছানোর পর নিশ্চিন্ত হন। তবে তিনি দিল্লি বিমানবন্দরে কোভিড পরীক্ষার জন্য তাঁদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া নিয়ে এদিন তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যে পরিস্থিতিতে মানুষ একেবারে খালি হাতে কাবুল থেকে ফিরেছেন তাঁদের কাছ থেকে দেশের মাটিতে ৫০০ টাকা নেওয়াটা ঠিক হয়নি। যদিও তাঁর কাছে টাকা থাকায় তিনি তা দিতে পেরেছিলেন এবং অন্য কয়েকজনের টাকাও তিনি মিটিয়ে দেন। উল্লেখ্য, এদিন গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এছাড়া এদিন আরামবাগ মহকুমার প্রতিটি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দিনটি পালিত হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি