October 6, 2025

আরামবাগের গৌরহাটি মোরে শনিমন্দিরে চুরি

সোমালিয়া ওয়েব নিউজ: আরামবাগ শহরে বাড়ছে চুরি। এমনই ঘটনা ঘটলো আরামবাগ গৌরহাটি মোর এর শনিমন্দিরে। মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যায় গতকাল রাতে কিছু দুষ্কৃতী এসে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ প্রায় ৮ হাজার টাকা মতো চুরি করে পালিয়ে যায়।শুক্রবার সকালে মন্দির কর্তৃপক্ষ এসে দেখে প্রণামী বাক্স ভাঙ্গা, সমস্ত টাকা চুরি হয়ে গেছে। আরো জানা যায় মন্দিরের প্রবেশ গেটের চাবিতালা না ভেঙে ছোট রড লাঠির মাধ্যমে প্রণামী বাক্স মন্দির থেকে টেনে বের করে নিয়ে এসে ভেঙে টাকা বার করে। এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষ দের।তড়িঘড়ি করে পুলিশকে খবর দেওয়া হয়। এলাকার মানুষের বক্তব্য আরামবাগ শহরের গৌরহাটি মোরের মতো জায়গায় কী করে চুরির ঘটনা ঘটে। একদিকে ১০০ মিটারের মধ্যে পড়ছে আরামবাগ থানা। সেই থানার সামনে মন্দির থেকে চুরি হয়ে গেল। কে বা কারা চুরি করেছে এখনও কিছু জানা যায়নি। এই নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

Loading