সোমালিয়া ওয়েব নিউজ: সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান কে সম্বর্ধনা জ্ঞাপন অভিনন্দন শুভেচ্ছা ও পাশাপাশি সোসাইটি তরফ থেকে দুস্থ পরিবারগুলিকে তিনশো ত্রিপল সহ বেশ কয়েকটি টোটো ও ভ্যান চাবিকাঠি হাতে তুলে দিলেন ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী ও আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার আজ তারকেশ্বর পিয়াসাড়ার আয়মাপাহাড়পুর এলাকায়, এছাড়াও সোসাইটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান সাহেবের ভূয়সী প্রশংসা করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরুপা পোদ্দার ও ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী হুজুর সাহেব মঞ্চে দাঁড়িয়ে তিনি আরো বলেন সামনের দিকে এগিয়ে যেতে হবে পিছন থেকে কে কি বলল সেটা শুনলে হবে না আরো মানুষের জন্য কাজ করুন এমনটাই বার্তা দিয়ে গেলেন জিয়াজুর সাহেব সামনে রেখে তোহা সিদ্দিকী ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি