October 6, 2025

চিত্র: সৌজন্যে গুগল

বন্যার যন্ত্রনা ও বন্যা পরবর্তী যন্ত্রনা

সোমালিয়া ওয়েব নিউজ: বাঙালির কাছে বন্যা একটি স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু কখনোষও কখনও তা এতো ভয়ংকর হয়ে ওঠে যে সেই যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। যেমনটি এবার ঘটল খানাকুলে। খানাকুলের মানুষের কাছে বন্যা নতুন কিছু নয়। কিন্তু এবার তার ভয়াবহতা যেন অন্যান্য বারের থেকেও অনেকটা ছাপিয়ে গেছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙেছে, জলে ডুবেছে ঘরবাড়ি। চাষের জমিতে থাকা ফসল-সবজি নষ্ট হয়ে গেছে। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। দুর্দশাগ্রস্ত সেই চিত্র মিডিয়া ও সামাজিক মাধ্যমের দৌলতে এখন সকলেরই জানা। সবাই ছুটে গেছেন, পাশে দাঁড়িয়েছেন। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন, ত্রাণ দিয়ে সাহায্যও করেছেন। কিন্তু যখন স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, তখন এই বিপর্যয়ের ভয়াবহতা দুর্গতদের মধ্যে আরও বেশি করে চেপে বসেছে। তার কারণ যাদের সবকিছু চলে গেছে, ভেসে গেছে তাদের আগামী দিন কিভাবে চলবে তা আর কেউ খোঁজ রাখে না। সে লড়াইটা তাদেরকে একলাকেই লড়তে হয়, হচ্ছে। বন্যা পরবর্তী সেই যন্ত্রনা বন্যার সময়কার যন্ত্রণার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। যা শুধু ছাপ রেখে যায় না, প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয়। সেই দগদগে  ক্ষত কোনোদিনই ছেড়ে ওঠার নয়, মিলিয়ে যাবারও নয়।

Loading