সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চায়েতের ঢুকে পঞ্চায়েত প্রধানকে মারধর ও পঞ্চায়েতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতে। আক্রান্ত ওই পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দীলিপবাবু অভিযোগ এদিন হঠাৎই কয়েকজন ব্যক্তি তাকে পঞ্চায়েত তাকে কাচের গ্লাস ছুড়ে মারে সারা শরীরে বেধড়ক মারধর করা হয় তার জামা ছিঁড়ে দেওয়া হয় তিনি কোনরকমে প্রাণে বাঁচেন এছাড়াও পঞ্চায়েতের মধ্যে ভাঙচুর চালানো হয় এই ঘটনায় তিনি ছাড়াও 50 সদস্য শেখ মোহাম্মদ হোসেন জখম হয়েছেন তাদের দুজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য শুরু হয় খবর পেয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে ছুটে যান প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর পাড়া সহ তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে বলেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জানাচ্ছি
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি